ডিএসইসি’র ফ্যামিলি ডে ২৫ ফেব্রুয়ারি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্যামিলি ডে’ আগামী ২৫ ফেব্রুয়ারি (শবে বরাতের গণমাধ্যমের ছুটির দিন) রাজধানীর অদূরে মনোরম পরিবেশে উদযাপন করা হবে।

আপনার/আপনাদের অংশগ্রহন, উৎসাহ, সহযোগিতা এ অনুষ্ঠানকে সার্থক ও সফল করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে কুপন সংগ্রহ করা যাবে।

পাশাপাশি বিকাশের মাধ্যমে (কবীর আলমগীর, কোষাধ্যক্ষ, বিকাশ নম্বর: ০১৬৭৪২৮২২৫৭) কুপন সংগ্রহ করা যাবে।

নির্ধারিত তারিখের পর কুপন সংগ্রহ করা যাবে না।

চাঁদা-

# সদস্য ৭০০ টাকা, সদস্যের স্বামী কিংবা স্ত্রী ৬০০ টাকা, সন্তান (৩ বছরের উর্ধ্বে) প্রতিজন ৪০০ টাকা।
# মেহমান অংশ নিতে পারবেন না।
# কোনো সদস্যের ব্যক্তিগত গাড়িচালক চাঁদা পরিশোধ সাপেক্ষে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে ৭০০ টাকা দিয়ে কুপন নিতে হবে।

শুভেচ্ছাসহ
লাবিন রহমান
আহবায়ক
ফ্যামিলি ডে আয়োজক কমিটি
যুগ্ম সম্পাদক
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল